বিজেপির '৪০০ পার' অত সহজ? আয়না দেখাল কংগ্রেস

বিজেপির '৪০০ পার' স্লোগানকে কটাক্ষ কংগ্রেস নেতার।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
bjp cong raja.jpg

নিজস্ব সংবাদদাতা: বিজেপির '৪০০ পার' স্লোগানের কড়া সমালোচনা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ইনচার্জ কমিউনিকেশনস জয়রাম রমেশ। 

publive-image

তিনি বলেছেন, '২০১৭ সালের গুজরাট নির্বাচনে, বিজেপির স্লোগান ছিল ১৫০ পার, আসন পেয়েছে ৯৯টি। ২০১৮ সালের ছত্তিশগড় নির্বাচনে, স্লোগান ছিল ৫০ পার, এবং সুরক্ষিত আসন ছিল ১৫টি... ২০১৯ সালের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে, স্লোগান ৬৫ পার হলেও বিজেপি পেয়েছে ২৫টি আসন। ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে, স্লোগান ছিল ৪৫ পার, কিন্তু ৮টি আসন পেয়েছে। ২০২১ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে, স্লোগান ছিল '১১৮ পার' এবং ৪টি আসন পেয়েছিল... পার, পার স্লোগান দেওয়া সহজ, তবে বাস্তবটা ঠিক বিপরীত'।

hh

Add 1