আসন ভাগাভাগিতে 'না' মমতার, তাও বাংলায় হাল ছাড়তে নারাজ কংগ্রেস

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে আইএনডিআইএ-র অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

author-image
SWETA MITRA
New Update
jairam.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ইন্ডিয়া (INDIA Alliance) জোটের ভবিষ্যৎ কী? সেই নিয়ে আজ বিহারের কাটিহারে বড় মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ (Jairam Ramesh)। ইন্ডিয়া জোটের আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলেন, "এখনও পর্যন্ত আমাদের দিক থেকে কিছু চূড়ান্ত হয়নি। জোটবদ্ধ হয়ে সব সদস্যকে এক সুরে কথা বলতে হবে। একতরফা সিদ্ধান্ত নেওয়া যাবে না। ইন্ডিয়া জোটে তিনটি দল রয়েছে। এই তিনজন যদি আলাদাভাবে লড়তে চান, তাহলে সরকারিভাবে ঘোষণা করুক। এখনও পর্যন্ত আমরা ভাবছি যে পশ্চিমবঙ্গেও ইন্ডিয়া জোট একসঙ্গে লড়াই করবে।“