মনুস্মৃতি থেকে অনুপ্রাণিত নয় বলেই সংবিধানকে আক্রমণ ! এবার আরএসএস (RSS) কে দুষলেন জয়রাম রমেশ

কি বললেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ?

author-image
Debjit Biswas
New Update

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি সংবিধান থেকে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই দুটি শব্দকে সরিয়ে দেওয়ার দাবির বিষয়ে,এবার আরএসএস (RSS)-এর কড়া সমালোচনা করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন,''রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) তার জন্মলগ্ন থেকেই সংবিধানের উপর আক্রমণ চালিয়ে আসছে। আরএসএস (RSS) কখনোই ভারতের সংবিধানকে গ্রহণ করেনি। বরং তারা সমালোচনা করেছিল যে, সংবিধান কেন মনুস্মৃতি দ্বারা অনুপ্রাণিত নয়।”

jairamnew

তিনি আরও বলেন,''যে বিষয়টি এখন একজন শীর্ষ আরএসএস (RSS) নেতা তুলেছেন, সেই বিষয়ে তৎকালীন ভারতের প্রধান বিচারপতি ২০২৪ সালের ২৫ নভেম্বর একটি রায় দিয়েছিলেন। তিনি যদি সেই রায় পড়ার জন্য সামান্য কষ্ট করেন, তাহলে ভালই হয়।”