ফের মোদী সরকারের বিরুদ্ধে চড়াও হলেন জয়রাম রমেশ

ফের মোদী সরকারের বিরুদ্ধে বার্তা দিলেন জয়রাম রমেশ।

author-image
Aniket
New Update
CONGRESS JAIRAM RAMWSH.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার ফের একবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ মোদী সরকারের বিরুদ্ধে চড়াও হয়েছেন। তিনি বলেছেন, "আজ ২২ তম দিন। আমরা ধানবাদে আছি এবং বোকারো যাচ্ছি। ৭০ বছরে আমরা কি করেছি তা নিয়ে প্রশ্ন উঠলে তাদের বোকারোতে আসা উচিত। আজ মোদী সরকার সমস্ত সরকারি খাতের স্টিল প্ল্যান্ট বিক্রি করছে।" এছাড়া ঝাড়খণ্ডের ইস্যুতেও মন্তব্য করেছেন জয়রাম রমেশ। তিনি সমস্ত কিছুকে ইডির ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, "৮১ আসনের বিধানসভায় আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এমনকি হেমন্ত সোরেনকেও অনুমতি দিয়েছে বিশেষ আদালত। এটা ইডির ষড়যন্ত্র। আমরা ফ্লোর টেস্ট জিতব। এটা শুরু থেকেই পরিষ্কার যে মোদী সরকার ইডি, সিবিআই এবং আয়কর বিভাগকে ইন্ডিয়া জোট সদস্যদের বিরুদ্ধে অপব্যবহার করছে। তারা আর স্বাধীন প্রতিষ্ঠান নয়"।

স্ব

স

স

a a a a a a  a a a a a a  a a a a a  a a a  a a a a a a  a a a a a a a  a a a  a a a a  a a a a  a a a a  a a a  a a a a  a a a  a a a  a a a a  a a aa a a  a a a a  a a  a a a a a