‘ছেলে আর নেই’—মন্দির থেকে ফিরে ছেলের নিথর দেহ দেখলেন মা, গায়ে কাঁটা দেওয়া আত্মহত্যার ঘটনা

প্রতিযোগিতা মূলক পরীক্ষার চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করলেন ২২ বছরের তরুণ।

author-image
Tamalika Chakraborty
New Update
dead

নিজস্ব সংবাদদাতা: জয়পুরের হরমড়া এলাকায় শনিবার গভীর রাতে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মাত্র ২২ বছর বয়সী এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ওই যুবকের নাম রোহন চৌধুরী, যিনি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং শিবানগর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে খাওয়ার পর রোহন বাড়ির তৃতীয় তলায় নিজের ঘরে চলে যান। রাতের কোনো এক সময় তিনি একটি ব্লেড দিয়ে নিজের কবজি কেটে ফেলেন এবং তারপর বাড়ির পিছনের একটি প্রতিবেশীর ছাদের ওপর ঝাঁপ দেন।

রবিবার সকালে স্থানীয় এক বাসিন্দা তাঁর নিথর দেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে রোহনের মাকে খবর দেন, যিনি সেই সময় একটি কাছের মন্দিরে গিয়েছিলেন। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন রোহনের মা ও পরিবারের সদস্যরা, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে—রোহন আর বেঁচে ছিলেন না।

জানা গেছে, রোহনের বাবা শিশিরাম চৌধুরী, যিনি একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী, শনিবার সিকার জেলার কল্যাণপুরা গ্রামে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে ছিলেন না তিনি।

এই মর্মান্তিক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ হিসেবে মানসিক চাপে থাকা বা পরীক্ষার চাপকেই দেখা হচ্ছে বলে জানিয়েছে হরমড়া থানার সহকারী সাব-ইন্সপেক্টর প্রমোদ কুমাওত।

রোহনের এই অকালমৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।