“চোখের সামনে গুলি, রক্তে ভেসে গেল ট্রেন” – আদালতে কেঁপে উঠল প্রত্যক্ষদর্শীর বয়ান

ট্রেনের মধ্যে গুলি চালিয়ে হত্যা করল আরপিএফের প্রাক্তন কনস্টেবল।

author-image
Tamalika Chakraborty
New Update
rpf constable


নিজস্ব সংবাদদাতা: ২০২৩ সালের জুলাই মাসে ঘটে যাওয়া এক ভয়াবহ ট্রেন হত্যাকাণ্ড নিয়ে নতুন তথ্য জানালেন এক প্রত্যক্ষদর্শী। সোমবার মুম্বাইয়ের আদালতে তিনি জানান, চলন্ত ট্রেনে তিনি নিজ চোখে দেখেছেন এক দাড়িওয়ালা মানুষকে রক্তের স্রোতে লুটিয়ে পড়তে, যখন অভিযুক্ত কনস্টেবল ওই ব্যক্তিকে দু’বার গুলি করেন।

dead

২৯ বছর বয়সী এই মহিলা সাক্ষী সেদিন তাঁর এক বন্ধুর সঙ্গে ট্রেনে ভ্রমণ করছিলেন। তিনি আদালতে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন কীভাবে হঠাৎ করেই রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (RPF) সাবেক কনস্টেবল চেতনসিং চৌধুরী ট্রেনের ভেতর গুলি চালিয়ে তাণ্ডব চালান।

অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ৩১ জুলাই রাজস্থান থেকে আসা জয়পুর-মুম্বাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে, মহারাষ্ট্রের পালঘর স্টেশনের কাছে চেতনসিং প্রথমে নিজের ঊর্ধ্বতন কর্মকর্তা সহকারী সাব-ইন্সপেক্টর টিকা রাম মীনাকে গুলি করে হত্যা করেন। এরপর একে একে আরও তিনজন যাত্রীকে গুলি করে খুন করেন।

এই মর্মান্তিক ঘটনায় গোটা দেশ শোকাহত হয়েছিল। আর আজ আদালতে সাক্ষীর বয়ানে সেই ভয়ংকর রাতের দৃশ্য আবারও যেন সামনে চলে আসে।