জয়পুরে ভয়াবহ দুর্ঘটনা, মৃত বেড়ে ১৪! চালক ‘মদ্যপ’ ছিলেন? সন্দেহ মন্ত্রীর

জয়পুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ১৪। রাজস্থানের মন্ত্রী জানান, ১২ জন চিকিৎসাধীন, ৩ জনের অবস্থা সঙ্কটজনক। চালক নেশাগ্রস্ত ছিলেন বলে সন্দেহ।

author-image
Tamalika Chakraborty
New Update
rajasthan minister

নিজস্ব সংবাদদাতা: জয়পুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মরিয়া ছবিতে শোকের ছায়া গোটা রাজস্থানে। ঘটনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। রাজ্যের মন্ত্রী গজেন্দ্র সিং খেলসারের মতে, এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ১২ জন, যার মধ্যে ৩ জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

মন্ত্রী জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালক সম্ভবত নেশাগ্রস্ত ছিলেন। তাঁর কথায়, “চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে মনে হচ্ছে।” তবে মন্ত্রী জানিয়েছেন, পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।

rajastha accident q

মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানানো হয়েছে। দুর্ঘটনার পর থেকেই তদন্ত শুরু করেছে পুলিশ, কীভাবে এত বড় ট্র্যাজেডি ঘটল, সেই প্রশ্নের উত্তর এখন সময়ই দেবে।

রাজস্থানের হৃদয়বিদারক এই ঘটনায় গোটা দেশ স্তব্ধ। হাসপাতালের করিডরে এখন শুধু অপেক্ষা— চিকিৎসাধীনদের মধ্য থেকে কেউ কি ফিরতে পারবেন জীবনের রাস্তা ধরে?