বিহারে এনডিএ ঝড়! জগদম্বিকা পালের বিস্ফোরক দাবি— “মহাগঠবন্ধনকে মানুষ সম্পূর্ণ শেষ করে দিল”

বিহারে এনডিএর ব্যাপক লিড দেখে বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ জগদম্বিকা পালের। তাঁর দাবি, বিহারের মানুষ মহাগঠবন্ধনকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে এবং এনডিএর শিকড় এখন রাজ্যের সর্বত্র গভীরভাবে প্রোথিত।

author-image
Tamalika Chakraborty
New Update
jagadambika paul

নিজস্ব সংবাদদাতা:  বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ যখন স্পষ্টভাবে সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে, তখনই প্রতিক্রিয়া জানালেন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল। তাঁর দাবি, ফলাফলের প্রবণতা থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিহারের মানুষ মহাগঠবন্ধনকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন। পাল জানান, এনডিএ প্রায় ১৯২টি আসনে এগিয়ে আছে, আর মহাগঠবন্ধন ৫০–এরও কম আসনে সীমাবদ্ধ। তাঁর কথায়, এই পরিসংখ্যানই প্রমাণ করছে বিহারের ভোটাররা তাদের সিদ্ধান্ত বুঝে-শুনেই নিয়েছেন।

modi nitishfs.jpg

জগদম্বিকা পাল বলেন, “বিহারের মানুষ মহাগঠবন্ধনকে রাজ্যের রাজনীতি থেকে কার্যত শেষ করে দিয়েছেন। এনডিএই যে এই রাজ্যের ভবিষ্যতের জন্য প্রয়োজন, সেই বার্তা মানুষই দিয়েছেন।” তিনি আরও যোগ করেন, এই প্রবণতা দেখলেই বোঝা যায় বিহারের সব অঞ্চলে বিজেপি-এনডিএর শক্ত ঘাঁটি রয়েছে এবং সাধারণ মানুষের আস্থা তাদের দিকেই ঝুঁকেছে।

বিহারের নির্বাচনী ছবিতে এনডিএর এই এগিয়ে থাকা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মহাগঠবন্ধনের এই ভরাডুবির কারণ, ভবিষ্যতের কৌশল, এবং এনডিএর এই প্রসার রাজ্য রাজনীতিকে কীভাবে পাল্টাবে, তা নিয়ে বাড়ছে কৌতূহল। জগদম্বিকা পালের মতে, মানুষের এই রায় স্পষ্টভাবে জানিয়ে দিল—“বিহারের উন্নয়ন ও স্থিরতার জন্য এনডিএই একমাত্র ভরসা।”