New Update
/anm-bengali/media/media_files/BWLkaqrnmXgGX9ObINrX.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের আবহাওয়ার পূর্বাভাস দিতে গিয়ে জয়পুরের আইএমডি ডিরেক্টর রাধেশ্যাম শর্মা বলেছেন, "মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি রয়েছে। এই কারণে, রাজস্থানের দক্ষিণাঞ্চলে মৌসুমী বায়ু সক্রিয় হতে পারে বলে আশা করা হচ্ছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে কোটার কিছু অংশে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উদয়পুর ও যোধপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।"
VIDEO | Here's what IMD Director, Jaipur, Radheshyam Sharma said about the weather conditions in Rajasthan.
— Press Trust of India (@PTI_News) July 29, 2024
"There is cyclonic circulation over Madhya Pradesh and adjoining regions. Because of this system, monsoon is expected to be active in the southern region of Rajasthan. In… pic.twitter.com/vnwE7yK6aM