নিজস্ব সংবাদদাতা: ওমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি অত্যন্ত খারাপ হতে শুরু করেছে বলে বিজেপি অভিযোগ করেছেন। এই প্রসঙ্গে বিজেপি নেতা আলতাফ ঠাকুর বলেছেন, "২০১৯ সাল থেকে জম্মু ও কাশ্মীরের শান্তি বিরাজ করছে এবং মানুষ তা প্রশংসা করেছে। ২০১৯ সালের পর অর্থনীতিও ভালো হয়েছে। আজ, রাজ্যের জনগণ শান্তি চায়। ওমর আবদুল্লাহ তাঁর প্রতিশ্রুতি থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছেন এবং অন্যান্য বিষয় উত্থাপন করছেন। কাশ্মীরের নিরাপত্তা নিয়ে আরও সতর্ক করতে হবে। ওমর আবদুল্লাহ রাজ্যে শান্তি প্রতিষ্ঠা নিয়ে আরও বেশি করে মনযোগ দেওয়া প্রয়োজন।"
#WATCH | Srinagar, J&K | On CM Omar Abdullah's statement, BJP leader Altaf Thakur says, "... There is peace in J&K since 2019 and people have hailed it... The economy also did well after 2019, and today, the public wants this peace instilled by PM Narendra Modi... Omar Abdullah… pic.twitter.com/zPMIE9ugrE
— ANI (@ANI) March 1, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us