/anm-bengali/media/media_files/2025/07/15/shubhanshu-shukla-a-2025-07-15-18-18-36.jpg)
নিজস্ব সংবাদদাতা: সারা দেশ যখন সেনা অফিসার তথা মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার নিরাপদ প্রত্যাবর্তনের আনন্দে মাতোয়ারা, ঠিক তখনই ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানালেন এক অজানা অধ্যায়—এই সফলতার নেপথ্যে ছিল গভীর উৎকণ্ঠা, আতঙ্ক আর একাধিক ‘নিদ্রাহীন রাত’।
শুভাংশু শুক্লা ও তাঁর তিন সহযাত্রী মঙ্গলবার দুপুর ৩টা ১ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী) ক্যালিফোর্নিয়ার উপকূলে সাগরে সাফল্যের সঙ্গে স্প্ল্যাশডাউন করেন স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে চড়ে। তাঁরা প্রায় তিন সপ্তাহ মহাকাশে কাটিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন। এই অভিযানের নাম ছিল অ্যাক্সিয়ম-৪ (Axiom-4)। ভারতের জন্য ঐতিহাসিক মুহূর্ত—এই প্রথম কোনও ভারতীয় মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (ISS) গিয়ে কাজ করলেন।
তবে এই ঐতিহাসিক মিশন সহজে হয়নি। একাধিকবার স্থগিত হয়েছিল উৎক্ষেপণ। ইসরো প্রধান ভি নারায়ণন জানিয়েছেন, উৎক্ষেপণের আগের প্রস্তুতিপর্বে স্পেসএক্সের তৈরি ফ্যালকন ৯ রকেট থেকে তরল অক্সিজেন (LOx) লিক হওয়ার ঘটনা তাঁদের সকলকে উদ্বিগ্ন করে তোলে। নারায়ণন বলেন, “ভারতের জন্য এটি একটি বিশাল মুহূর্ত। তবে আমি বেশ কয়েকটি রাত ঘুমাতে পারিনি। কারণ রকেটে লিক ধরা পড়েছিল। পরিস্থিতি যথেষ্ট জটিল হয়ে উঠেছিল।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/15/crtthh-2025-07-15-15-59-29.jpg)
মিশনের মূল দায়িত্বে থাকা স্পেসএক্স শুরুতে জানায় যে সমস্যাটি তারা দ্রুত মেরামত করতে পারবে। কিন্তু পরে মেরামতের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, এবং উৎক্ষেপণ কিছুটা বিলম্বিত হয়। তারপর একাধিক ধাপে সফলভাবে সমস্যার সমাধান করে শেষ পর্যন্ত সফলভাবে উৎক্ষেপণ হয় ফ্যালকন ৯-এর।
এই অভিযানের সফল সমাপ্তি শুধুমাত্র ভারতের মহাকাশ গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা করল না, বরং গগনযান-এর মতো ভবিষ্যতের ভারতীয় মানব মহাকাশ মিশনের জন্যও পাথেয় হয়ে রইল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us