গাজার আকাশচুম্বী স্বপ্ন কেড়ে নিল সন্ত্রাস— ২ কিমি হামাস সুড়ঙ্গ ধ্বংস করল ইসরায়েল!

ইসরায়েল গাজায় হামাসের দুই কিমি দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংস করে দিল।

author-image
Tamalika Chakraborty
New Update
hamas tunnel

নিজস্ব সংবাদদাতা: ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) দক্ষিণ গাজা উপত্যকায় হামাসের নির্মিত দুই কিলোমিটার দীর্ঘ একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংস করেছে। আইডিএফ অভিযোগ করেছে, গাজা পুনর্গঠনের জন্য বরাদ্দ সম্পদকে হামাস অপব্যবহার করে এই সুড়ঙ্গসহ একটি গোপন ভূগর্ভস্থ নেটওয়ার্ক তৈরি করেছে, যা সন্ত্রাসী হামলার জন্য পরিকল্পিত।

Israel Army

আইডিএফ-এর আন্তর্জাতিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি খান ইউনিস এলাকায় ধ্বংসযজ্ঞের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “এভাবেই ধ্বংস হয় ২ কিমি দীর্ঘ হামাস সন্ত্রাসী সুড়ঙ্গ।” তিনি আরও বলেন, “হামাস চাইলে গাজার মানুষের জন্য আকাশচুম্বী অট্টালিকা বানাতে পারত। কিন্তু তারা তার বদলে মানুষের ঘরের নিচে সন্ত্রাসের সুড়ঙ্গ বানিয়েছে।”