গোপন সেনা তথ্য ফাঁসের অভিযোগে রাজস্থানের বাসিন্দা গ্রেপ্তার — প্রেম ও টাকার লোভেই সর্বনাশ!

প্রেমের ফাঁদে পা দিয়ে সেনার গোপন তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগে রাজস্থানের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হল।

author-image
Tamalika Chakraborty
New Update
arrested 123


নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের আলওয়ারে ধরা পড়েছে এক বিস্ময়কর গুপ্তচর কাণ্ড। রাজ্য গোয়েন্দা দপ্তর (ইন্টেলিজেন্স উইং)  আটক করে মঙ্গল সিংহ নামে এক ব্যক্তিকে, যিনি অভিযোগ অনুযায়ী পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে কাজ করছিলেন।

তদন্তকারী সূত্রের দাবি, মঙ্গল সিংহকে ‘হানি ট্র্যাপ’-এর মাধ্যমে ফাঁদে ফেলা হয়। এক পাকিস্তানি মহিলা আইএসআই হ্যান্ডলার নিশা শর্মা নামে ভুয়া পরিচয় নিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। অনলাইনে পরিচয়ের মাধ্যমে শুরু হয় বার্তা আদানপ্রদান, এরপর ধীরে ধীরে ওই মহিলা মঙ্গল সিংহকে টাকার প্রলোভন দেখিয়ে গোপন সেনা তথ্য পাঠাতে রাজি করান।

গোয়েন্দা দপ্তর জানিয়েছে, গত প্রায় দু’বছর ধরে মঙ্গল সিংহ আলওয়ার ক্যান্টনমেন্ট এলাকার কাছে সন্দেহজনক তৎপরতায় যুক্ত ছিলেন। তিনি বারবার সীমান্ত এলাকার সেনা নড়াচড়া, ঘাঁটির অবস্থান ও সামরিক ব্যবস্থার বিষয়ে তথ্য সংগ্রহ করতেন এবং সেগুলো গোপনে পাকিস্তানি সংযোগের কাছে পাঠাতেন।

arrested a

দীর্ঘ নজরদারি ও তথ্য-প্রমাণ জোগাড়ের পর গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। একাধিক তদন্ত সংস্থার জেরার পর শুক্রবার রাতে সিআইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয় তাকে। তার বিরুদ্ধে Official Secrets Act, 1923-এর অধীনে মামলা রুজু হয়েছে। এখন তাকে আদালতে তোলা হবে এবং আরও তদন্ত চলছে, কেউ তাকে এই তথ্য পাঠাতে সহায়তা করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনা রাজস্থানে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রশ্ন উঠছে, ভারতীয় সেনা এলাকার সংবেদনশীল তথ্য কীভাবে এত সহজে বাইরে চলে যাচ্ছিল এবং এমন আরও কেউ কি এই চক্রের সঙ্গে যুক্ত আছে? গোটা রাজ্যে এখন নিরাপত্তা সংস্থাগুলি আরও সতর্ক মোডে রয়েছে।