"আমি কিছু ভুল করিনি...," পাকিস্তানি চর সন্দেহে ধৃত ইউটিউবার জ্যোতি, অনুশোচনার লেশমাত্র নেই!

পুলিশি জেরায় জ্যোতি জানিয়েছে, "আমি কিছু ভুল করিনি।"

author-image
Tamalika Chakraborty
New Update
jyoti malhotra n

নিজস্ব সংবাদদাতা: গ্রেফতার হওয়া ইউটিউবার জ্যোতি মালহোত্রা পুলিশের জেরা চলাকালীন বিন্দুমাত্র অনুশোচনা প্রকাশ করেননি। বরং তিনি স্পষ্টভাবে দাবি করেন, তিনি কোনও ভুল করেননি এবং শুধুমাত্র নিজের মত প্রকাশের অধিকার ব্যবহার করেছেন।

pakistani spy

তদন্তে উঠে এসেছে, পাকিস্তানি হ্যান্ডলারদের তরফ থেকে জ্যোতিকে আরও কিছু 'বিশেষ দায়িত্ব' দেওয়া হয়েছিল। পুলিশ এখন সেই দিকটি নিয়ে গভীরভাবে তদন্ত করছে। শুধু পাকিস্তানের পক্ষে ‘ন্যারেটিভ পুশ’ করার বিষয়েই নয়, পুলিশ খতিয়ে দেখছে জ্যোতি কোনও সংবেদনশীল সামরিক বা অসামরিক তথ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থার কাছে ফাঁস করেছেন কি না।