উপরাষ্ট্রপতি নির্বাচনে কি আরএসএস-এর ফর্মুলা মেনে চলছে এনডিএ? কি জানালেন শাহ

এই সবই বিরোধীদের তৈরি ভাবনা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-08-19 at 10.49.13

File Picture

নিজস্ব সংবাদদাতা: এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচনকে আরএসএস-এর সাথে যুক্ত করা হয়েছে। যা নিয়ে এবার সরাসরি প্রশ্নের মুখে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন শাহ বলেন, "প্রধানমন্ত্রীর আরএসএস-এর সাথে যোগাযোগ আছে, আমারও আরএসএস-এর সাথে যোগাযোগ আছে। দেশ কি আমাদের বেছে নিয়েছে কারণ আমরা আরএসএস থেকে এসেছি? আরএসএস-এর সাথে সংযোগ কি কোনও বিয়োগ বিন্দু? এই সবই বিরোধীদের তৈরি ভাবনা। অটল বিহারী বাজপেয়ী, আডভানি জি, মোদী জিও আরএসএস-এর সাথে যুক্ত। তবে এর সাথে উপরাষ্ট্রপতি নির্বাচনের কোনও যোগ নেই"।

WhatsApp Image 2025-08-25 at 11.11.08