/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: দেশজুড়ে বড় নাশকতার ছক কষছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)—এমনই সতর্কতা দিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলি। জানা গিয়েছে, নাগপুরে অবস্থিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) সদর দফতর প্রধান লক্ষ্যবস্তু। পাশাপাশি মন্দির, ধর্মীয় স্থান এবং গণেশ চতুর্থী উপলক্ষে গড়ে ওঠা বড় বড় মণ্ডপগুলিও নিশানায় রয়েছে।
গোয়েন্দা সূত্রে খবর, শুধু নাগপুর নয়, মধ্যপ্রদেশ, পঞ্জাব ও হরিয়ানার RSS দফতরগুলিকেও টার্গেট করা হয়েছে। ইতিমধ্যেই মহারাষ্ট্র জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। মন্দির, গণেশ মণ্ডপ ও জনবহুল এলাকায় তল্লাশি চালানো হচ্ছে, নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে ড্রোন ও সিসিটিভি।
এদিকে আজ থেকেই শুরু হয়েছে গণেশ চতুর্থী উৎসব। বিপুল জনসমাগমের মধ্যে হামলার ছক কষছে জঙ্গিরা বলেই আশঙ্কা গোয়েন্দাদের। সূত্রের দাবি, এই মিশনে সক্রিয় করা হয়েছে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা এবং AQIS-এর মতো সন্ত্রাসবাদী সংগঠনকে।
মুম্বইয়ে মোতায়েন করা হয়েছে ১৭,০০০-রও বেশি পুলিশ। ড্রোন, সিসিটিভি ও বোমা নিষ্ক্রিয়কারী দল রাখা হয়েছে প্রস্তুত অবস্থায়।
গোয়েন্দারা আরও দাবি করেছেন, অপারেশন সিঁদুর-এর সময় দেখা গিয়েছিল যে আইএসআই জঙ্গি সংগঠনগুলিকে আর্থিক মদত দিচ্ছে। বিশেষত, মাসুদ আজহারের পরিবার জইশ-ই-মহম্মদকে বিদেশি মাইক্রো ফান্ডিংয়ের মাধ্যমে ৪৩৪ কোটি টাকারও বেশি অর্থ জোগাচ্ছে। তুরস্ক ও পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ থেকেও এই অর্থসাহায্য আসছে।
সব মিলিয়ে, উৎসবের মরশুমে মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে বড়সড় নাশকতার ছক নিয়ে রীতিমতো সতর্ক অবস্থায় রয়েছে গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us