নিজস্ব সংবাদদাতা: উপাসনার স্থান আইন (১৯৯১) সংক্রান্ত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের প্রসঙ্গে রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার প্রাক্তন মামলাকারী ইকবাল আনসারি বলেছেন, "'সবকা সাথ সবকা বিকাশ' ছাড়াও দেশের কল্যাণ নিশ্চিত করতে হবে। দেশের সকল বিচারক দেশের প্রতি অনুগত এবং তারা যা কিছু করেন তা আইনি এখতিয়ারের অধীনে। ধর্মকে সম্মান করতে হবে এবং দেশে ঐক্য থাকতে হবে। আমি বর্তমান সরকার ও বিচারককেও ধন্যবাদ জানাই।"
/anm-bengali/media/media_files/b8h58RvowziGhfKpftUh.jpg)
সব ধর্মকে সম্মান করেই দেশের ঐক্য স্থান করতে হবে! কী বলছেন ইকবাল আনসারি
সব ধর্মকে সম্মান করেই দেশের ঐক্য স্থান করতে হবে বলে মন্তব্য করলেন রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার প্রাক্তন মামলাকারী ইকবাল আনসারি।
নিজস্ব সংবাদদাতা: উপাসনার স্থান আইন (১৯৯১) সংক্রান্ত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের প্রসঙ্গে রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার প্রাক্তন মামলাকারী ইকবাল আনসারি বলেছেন, "'সবকা সাথ সবকা বিকাশ' ছাড়াও দেশের কল্যাণ নিশ্চিত করতে হবে। দেশের সকল বিচারক দেশের প্রতি অনুগত এবং তারা যা কিছু করেন তা আইনি এখতিয়ারের অধীনে। ধর্মকে সম্মান করতে হবে এবং দেশে ঐক্য থাকতে হবে। আমি বর্তমান সরকার ও বিচারককেও ধন্যবাদ জানাই।"