/anm-bengali/media/media_files/2025/05/24/56FAcf93Ty6yfimK3v8q.jpg)
নিজস্ব সংবাদদাতা: অপারেশন সিঁদুরের পর অপারেশন ইন্দো-নেপাল সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সন্দেহভাজন পাকিস্তানি এজেন্টদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল ও তল্লাশি আরও কঠোর করেছে সশস্ত্র সীমা বল (SSB)।
SSB-র কমান্ড্যান্ট গঙ্গা সিং বলেন, "আমাদের নজরদারি আগের থেকেও অনেক বেশি। ২৪ ঘণ্টা আমরা যে কোনও পরিস্থিতি মোকাবিলায় তৈরি।"
বর্তমানে সীমান্ত এলাকায় পায়ে হাঁটা টহল, গাড়িচালিত নজরদারি, পরিচয়পত্র যাচাই এবং কুকুর বাহিনীর সাহায্যে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। বিশেষ করে বর্ডার চেকপয়েন্টগুলোতে প্রতিটি যানবাহন ও ব্যক্তিকে কড়া নজরে রাখা হচ্ছে।
/anm-bengali/media/media_files/2025/05/24/75nbLu6bK403QidQYkUp.jpg)
বিশেষ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত সংলগ্ন এলাকায় গোপন গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। সাম্প্রতিক অভ্যন্তরীণ গোয়েন্দা রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, পাকিস্তানি অপারেটিভরা নেপাল হয়ে ভারতে ঢোকার চেষ্টা করতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us