'অবস্থান শেয়ার করে খুনে সাহায্য!' নববধূর মোবাইল থেকেই মিলল খুনের সূত্র

ভাড়াটে খুনিদের নিজেদের অবস্থান শেয়ার করেন সোনম বলে ইন্দোর পুলিশ জানিয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
sonam and her lover

নিজস্ব সংবাদদাতা: বিয়ের মাত্র এক সপ্তাহের মাথায় স্বামীকে খুনের ছক! ইন্দোরের তরুণী সোনম রঘুবংশীর বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে পুলিশ। মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সোনমকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্দোর পুলিশের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার রাজেশ দান্ডোতিয়া জানিয়েছেন, সোনম ও তাঁর প্রেমিক রাজ কুশওয়াহা মিলে এই নৃশংস হত্যার পরিকল্পনা করেছিলেন।

পুলিশ জানায়, ২৫ বছর বয়সী সোনমের সঙ্গে ২০ বছর বয়সী রাজ কুশওয়াহার প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের মাত্র সাত দিনের মাথায়, ১৮ মে দু’জনে মিলে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। রাজ কুশওয়াহা তিনজন ভাড়াটে খুনি—বিশাল চৌহান, আনন্দ কুমার ও আকাশ রাজপুতকে নিয়োগ করে রাজাকে হত্যার জন্য।

murder accused

দান্ডোতিয়া জানান, সোনম পুরো হত্যাকাণ্ডের পরিকল্পনায় সক্রিয়ভাবে সাহায্য করে এবং নিজে থেকেই ঘন ঘন অবস্থানের তথ্য তিন খুনিকে পাঠায়। এই তথ্যের ভিত্তিতে তিনজন হত্যাকারী মেঘালয়ে পৌঁছে যায় এবং হানিমুনের সময় সুযোগ বুঝে রাজাকে খুন করে পালিয়ে যায়।

এই ঘটনায় বিশাল চৌহান ও রাজ কুশওয়াহাকে ইন্দোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আনন্দ কুমার ধরা পড়েছে সাগর জেলা থেকে। তবে আকাশ রাজপুত এখনও পলাতক, তার খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশের দাবি, এই হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত এবং ঠান্ডা মাথায় করা। প্রাথমিক তদন্তে স্পষ্ট হয়েছে, প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে সরিয়ে দেওয়ার নৃশংস ষড়যন্ত্রে ছিলেন সোনম নিজেই।