বিমানের ককপিটেই গ্রেফতার! শিশু নিগ্রহের গুরুতর অভিযোগে ধৃত ভারতীয় বংশোদ্ভূত পাইলট, গোটা এভিয়েশন মহলে শোরগোল

বিমানের ককপিটেই গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত পাইলট।

author-image
Tamalika Chakraborty
New Update
indian origin arrested s

নিজস্ব সংবাদদাতা: সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল ভারতীয় বংশোদ্ভূত এক বাণিজ্যিক বিমানের পাইলটকে। আমেরিকার কনট্রা কোস্টা কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, শিশু যৌন নিগ্রহের অভিযোগে ৩৪ বছর বয়সি রুস্তম ভগবাগর নামে ওই অভিযুক্তকে বিমানের ভেতর থেকেই আটক করা হয়েছে। তিনি ফ্লোরিডার বাসিন্দা এবং ডেল্টা এয়ারলাইন্সের কো-পাইলট হিসাবে কর্মরত ছিলেন।

সূত্রের খবর অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল মাসে কনট্রা কোস্টা কাউন্টির শেরিফের তদন্ত বিভাগ শিশু নিগ্রহের অভিযোগে একটি রিপোর্ট পায়। দীর্ঘ তদন্তের পর ওই অভিযোগের সূত্র ধরে রুস্তম ভগবাগরের বিরুদ্ধে ‘রামি ওয়ারেন্ট’ ইস্যু করা হয়, যা আদালতের অনুমোদন ছাড়াই গ্রেফতারের অনুমতি দেয়।

তদন্তকারীদের দাবি, ভগবাগরের বিরুদ্ধে যে তথ্যপ্রমাণ হাতে এসেছে, তা যথেষ্ট গুরুতর। বিশেষত তিনি একজন পেশাদার বিমানচালক হওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে মার্কিন নিরাপত্তা মহলে। জানা গিয়েছে, যখন তাকে গ্রেফতার করা হয়, তখন তিনি বিমান পরিচালনার দায়িত্বেই ছিলেন।

arrested a

এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক পর্যায়ে, বিশেষত ভারতীয় অভিবাসী মহলে। শিশুর প্রতি যৌন অপরাধের মতো জঘন্য অভিযোগে কোনও এয়ারলাইন্স পাইলটের নাম জড়িয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে এয়ারলাইন্স সংস্থাগুলির কর্মী যাচাই ও মানসিক পরীক্ষা নিয়েও।

আপাতত অভিযুক্তকে হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং কেসটি দ্রুত আদালতের সামনে তোলা হবে বলে জানিয়েছে কনট্রা কোস্টা কাউন্টি শেরিফের দপ্তর।