নিজস্ব সংবাদদাতা: গুজরাট ATS (Anti-Terrorism Squad) কচ্ছ সীমান্ত থেকে আরও এক সন্দেহভাজন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের নাম সাহদেব সিং গোহিল, যিনি গুজরাটেরই বাসিন্দা এবং পেশায় একজন মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার।
গুজরাট ATS-এর তথ্য অনুযায়ী, সাহদেব গোহিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর সঙ্গে যোগাযোগে ছিলেন এবং ভারতীয় বায়ু সেনা ও বিএসএফ সংক্রান্ত সংবেদনশীল তথ্য পাচার করছিলেন।
ATS জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোহিল স্বীকার করেছেন যে, ২০২৩ সালের জুন-জুলাই মাসে হোয়াটসঅ্যাপে আদিতি ভারতদ্বাজ নামের এক মহিলার সঙ্গে তার পরিচয় হয়। পরে জানা যায়, আদিতি আসলে এক পাকিস্তানি গুপ্তচর। ওই মহিলা তাকে সীমান্তবর্তী এলাকার বিএসএফ ও বায়ু সেনার নতুন নির্মীয়মাণ ঘাঁটির ছবি ও ভিডিও পাঠাতে বলেন। গোহিল তা পাঠান।
/anm-bengali/media/media_files/2025/01/13/RJ19Bpnn9VwvimyULJMv.jpeg)
২০২৫ সালের শুরুতে গোহিল নিজের আধার কার্ড দিয়ে একটি নতুন সিম কার্ড কিনে সেটিতে WhatsApp অ্যাকাউন্ট খুলে দেন আদিতির নামে, OTP দিয়ে অ্যাক্টিভেট করেন। সেখান থেকেই সমস্ত কথোপকথন ও ফাইল আদান-প্রদান চলত। গোহিল জানান, তাঁকে এই কাজে ৪০,০০০ টাকা নগদে প্রদান করা হয়।
ATS-এর SP কে. সিদ্ধার্থ জানিয়েছেন, সাহদেব গোহিলের বিরুদ্ধে একাধিক সংবেদনশীল তথ্য পাকিস্তানকে পাচার করার অভিযোগ রয়েছে। তাঁকে আহমেদাবাদে এনে গভীরতর জিজ্ঞাসাবাদ চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us