৪০,০০০ টাকার বিনিময়ে গোপন তথ্য বিক্রি স্বাস্থ্যকর্মীর! সীমান্ত থেকে আটক ISI-র এজেন্ট

গুজরাটের ATS কচ্ছ সীমান্ত থেকে এক পাক গুপ্তচরকে গ্রেপ্তার করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
isi agent gujarat

নিজস্ব সংবাদদাতা: গুজরাট ATS (Anti-Terrorism Squad) কচ্ছ সীমান্ত থেকে আরও এক সন্দেহভাজন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের নাম সাহদেব সিং গোহিল, যিনি গুজরাটেরই বাসিন্দা এবং পেশায় একজন মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার।

গুজরাট ATS-এর তথ্য অনুযায়ী, সাহদেব গোহিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর সঙ্গে যোগাযোগে ছিলেন এবং ভারতীয় বায়ু সেনা ও বিএসএফ সংক্রান্ত সংবেদনশীল তথ্য পাচার করছিলেন।

ATS জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোহিল স্বীকার করেছেন যে, ২০২৩ সালের জুন-জুলাই মাসে হোয়াটসঅ্যাপে আদিতি ভারতদ্বাজ নামের এক মহিলার সঙ্গে তার পরিচয় হয়। পরে জানা যায়, আদিতি আসলে এক পাকিস্তানি গুপ্তচর। ওই মহিলা তাকে সীমান্তবর্তী এলাকার বিএসএফ ও বায়ু সেনার নতুন নির্মীয়মাণ ঘাঁটির ছবি ও ভিডিও পাঠাতে বলেন। গোহিল তা পাঠান।

Bangladeshi Arrested

২০২৫ সালের শুরুতে গোহিল নিজের আধার কার্ড দিয়ে একটি নতুন সিম কার্ড কিনে সেটিতে WhatsApp অ্যাকাউন্ট খুলে দেন আদিতির নামে, OTP দিয়ে অ্যাক্টিভেট করেন। সেখান থেকেই সমস্ত কথোপকথন ও ফাইল আদান-প্রদান চলত। গোহিল জানান, তাঁকে এই কাজে ৪০,০০০ টাকা নগদে প্রদান করা হয়।

ATS-এর SP কে. সিদ্ধার্থ জানিয়েছেন, সাহদেব গোহিলের বিরুদ্ধে একাধিক সংবেদনশীল তথ্য পাকিস্তানকে পাচার করার অভিযোগ রয়েছে। তাঁকে আহমেদাবাদে এনে গভীরতর জিজ্ঞাসাবাদ চলছে।