বিশ্বজুড়ে যুদ্ধে আতঙ্ক, তারমধ্যেই কেন ইরানের সঙ্গে যোগাযোগ জয়শঙ্করের

ইজরায়েলে হামলার পরে বিশ্বে ইরান কার্যত একঘরে হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

New Update
fe

নিজস্ব সংবাদদাতা: টুইট করে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, "ইরানের বিদেশ মন্ত্রীর  সাথে কথা হয়েছে।  MSC Aries-এর ১৭ জন ভারতীয় ক্রু সদস্যের মুক্তি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।  তিনি এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। উত্তেজনা এড়ানো, সংযম অনুশীলন এবং কূটনীতিতে ফিরে আসার ওপর গুরুত্ব দিয়েছেন। যোগাযোগ রাখতে রাজি হয়েছেন।"

s jaishankar

 tamacha4.jpeg