কীভাবে বার বার ISI-এর হানিট্র্যাপে পড়ছেন ভারতীয়রা! সামনে এল চাঞ্চল্যকর তথ্য

এর আগে ভারতীয় কূটনীতিক মাধুরী গুপ্তা ISI-এর হানিট্র্যাপের শিকার হয়েছিলেন। পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন গোপন তথ্য।

author-image
Tamalika Chakraborty
New Update
HONEY TRAP ISIS

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে জঙ্গি  হামলার রক্তাক্ত ছায়া এবার ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল দুনিয়ায়। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ নাগরিক, আর ঠিক সেই ঘটনার পরই দেশজুড়ে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-র হয়ে তথ্য পাচারে জড়িত থাকার অভিযোগে একের পর এক এক  গ্রেফতার  দেশের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। এখনও পর্যন্ত অন্তত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে — যাদের মধ্যে অন্যতম ইউটিউবার জ্যোতি মালহোত্রা।

জ্যোতি, হরিয়ানার হিসার জেলার ৩৩ বছর বয়সি এক ট্র্যাভেল ভ্লগার, ইউটিউব চ্যানেল "Travel with Jo"-র মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। কিন্তু সেই জনপ্রিয়তার আড়ালে তিনি কীভাবে আইএসআই-এর ফাঁদে পড়েছিলেন, তা এখন তদন্তের বিষয়। নিরাপত্তা বাহিনীর দাবি, তাঁকে "হানিট্র্যাপ" করে গুপ্তচরবৃত্তিতে নিযুক্ত করে পাকিস্তানি সংস্থা।

jyoti

পুলিশ সূত্রে জানা গেছে, ইউটিউব থেকে আয় সামান্য হলেও তাঁর ভ্রমণের খরচ ছিল অসামঞ্জস্যপূর্ণভাবে বেশি। সন্দেহ করা হচ্ছে, ‘ভিউ’ আর ‘লাইক’-এর লোভে পড়ে তিনি অজান্তে বা সচেতনভাবে দেশের গোপন তথ্য পাকিস্তানের হাতে তুলে দিচ্ছিলেন।

এই ঘটনায় গোটা দেশে নড়েচড়ে বসেছে তদন্তকারী সংস্থাগুলি। আগেও ভারতীয় কূটনীতিক, বিজ্ঞানী ও দূতাবাসের কর্মীরা পাকিস্তানি গুপ্তচর সংস্থার হানিট্র্যাপের শিকার হয়েছেন। কিন্তু এবার ইউটিউবারদের মাধ্যমে তথ্য পাচার এক নতুন প্রবণতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে গোয়েন্দা মহল।