নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার রক্তাক্ত ছায়া এবার ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল দুনিয়ায়। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ নাগরিক, আর ঠিক সেই ঘটনার পরই দেশজুড়ে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-র হয়ে তথ্য পাচারে জড়িত থাকার অভিযোগে একের পর এক এক গ্রেফতার দেশের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। এখনও পর্যন্ত অন্তত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে — যাদের মধ্যে অন্যতম ইউটিউবার জ্যোতি মালহোত্রা।
জ্যোতি, হরিয়ানার হিসার জেলার ৩৩ বছর বয়সি এক ট্র্যাভেল ভ্লগার, ইউটিউব চ্যানেল "Travel with Jo"-র মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। কিন্তু সেই জনপ্রিয়তার আড়ালে তিনি কীভাবে আইএসআই-এর ফাঁদে পড়েছিলেন, তা এখন তদন্তের বিষয়। নিরাপত্তা বাহিনীর দাবি, তাঁকে "হানিট্র্যাপ" করে গুপ্তচরবৃত্তিতে নিযুক্ত করে পাকিস্তানি সংস্থা।
/anm-bengali/media/media_files/2025/05/20/g8OWAUU9zrmm29P7p7Zx.jpg)
পুলিশ সূত্রে জানা গেছে, ইউটিউব থেকে আয় সামান্য হলেও তাঁর ভ্রমণের খরচ ছিল অসামঞ্জস্যপূর্ণভাবে বেশি। সন্দেহ করা হচ্ছে, ‘ভিউ’ আর ‘লাইক’-এর লোভে পড়ে তিনি অজান্তে বা সচেতনভাবে দেশের গোপন তথ্য পাকিস্তানের হাতে তুলে দিচ্ছিলেন।
এই ঘটনায় গোটা দেশে নড়েচড়ে বসেছে তদন্তকারী সংস্থাগুলি। আগেও ভারতীয় কূটনীতিক, বিজ্ঞানী ও দূতাবাসের কর্মীরা পাকিস্তানি গুপ্তচর সংস্থার হানিট্র্যাপের শিকার হয়েছেন। কিন্তু এবার ইউটিউবারদের মাধ্যমে তথ্য পাচার এক নতুন প্রবণতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে গোয়েন্দা মহল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us