রঙিন আলো-প্রদীপে শত শত সেনার দীপাবলি, সীমান্তে নিরাপত্তা ও উৎসব একসঙ্গে

জম্মু ও কাশ্মীরের আখনুর সীমান্তে ভারতীয় সেনা সদস্যরা দীপাবলি উদযাপন করেছেন। সীমান্তে নিরাপত্তার পাশাপাশি বাজি ফোটানো আর প্রদীপ জ্বালানোর মাঝে ছড়িয়েছে উৎসবের আনন্দ।

author-image
Tamalika Chakraborty
New Update
diwali in army

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরে সীমান্তের কাছে আখনুর সেক্টরে কর্মরত ভারতীয় সেনা সদস্যরা দীপাবলির আনন্দে বাজি ফুটিয়েছেন এবং মৃৎ প্রদীপ জ্বালিয়েছেন। সেনারা নিজেদের মধ্যে উত্সব উদযাপন করেছেন সীমান্তে পাহারার মাঝেও। উজ্জ্বল প্রদীপের আলো ও রংবেরঙের আতশবাজিতে ওই অঞ্চল হয়ে উঠেছে উৎসবমুখর। এই দীপাবলিতে সেনাদের আনন্দে নতুন রঙ ছড়িয়েছে কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলোতেও।

diwali in border