রেড রোডে ঈদের নামাজে ‘না’ সেনার! ধর্ম নাকি নিরাপত্তা? বিতর্ক তুঙ্গে

রেড রোডে ঈদের নামাজের অনুমতি দিল না ভারতীয় সেনা।

author-image
Tamalika Chakraborty
New Update
red road namaz

নিজস্ব সংবাদদাতা: কলকাতার রেড রোডে এবারের ঈদ-উল-জোহার নামাজ পড়ার অনুমতি দেয়নি ভারতীয় সেনা। ফোর্ট উইলিয়ামে অবস্থিত ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টারের সামনে এই জায়গাটি বহু বছর ধরেই ঈদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে।

red road namaz

সেনার তরফে জানানো হয়েছে, "সামরিক কারণে" এই জায়গাটি এবার নামাজের জন্য ছাড়পত্র দেওয়া যাচ্ছে না। সেনা এই সিদ্ধান্তের কথা কলকাতা পুলিশ ও কলকাতা খিলাফত কমিটিকে জানিয়ে দিয়েছে। প্রতি বছর এখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে ঈদের নামাজ পড়েন।