New Update
/anm-bengali/media/media_files/ig2MWglgO5fc21BIW0vj.jpg)
নিজস্ব সংবাদদাতা: বৈসরন উপত্যকায় এক সন্দেহভাজন যুবককে ভারতের নিরাপত্তারক্ষীরা আটক করেছেন। ওই যুবকের পরনে ছিল বুলেটপ্রুভ জ্যাকেট। যুবক বুলেটপ্রুভ জ্যাকেট পরে বৈসরন উপত্যকার পার্শ্ববর্তী জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন বলে জানা গিয়েছে। বৈসরন উপত্যকার পার্শ্ববর্তী জঙ্গলে ওই যুবক কী করছিলেন বা বুলেটপ্রুভ জ্যাকেটটি কোথা থেকে পেয়েছিলেন, সেই বিষয়ে ইতিমধ্যে নিরাপত্তারক্ষীরা জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। যুবকের মানসিক ভারসাম্য ঠিক রয়েছে কি না, সেই বিষয়েও পরীক্ষা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/media_files/FgE1IizI6vksCkOWU2S1.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us