পরিবার থেকে দূরে, জাতির কাছাকাছি! সীমান্তে কীভাবে কাটাচ্ছেন ভারতীয় সেনাবাহিনী

পাঞ্জাব সীমান্তে বিএসএফ জওয়ানরা দীপাবলি উদযাপন করছেন, মন্দিরে পূজা ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়েই দেশবাসীর নিরাপত্তা ও উৎসব একসঙ্গে পালন। “বিএসএফই দ্বিতীয় পরিবার”—জওয়ানের আবেগঘন বার্তা।

author-image
Tamalika Chakraborty
New Update
indian army


নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাব সীমান্তে বিএসএফ জওয়ান অনুজ কুমার জানালেন, তাঁরা এবারও সীমান্তেই দীপাবলি উদযাপন করছেন। শুরুতে মাতা রানির মন্দিরে পূজা দেওয়া হয়েছে, তারপর সবাই মিলে প্রদীপ জ্বালানো ও দীপাবলির আনন্দ ভাগ করে নেওয়া হয়েছে। দেশের মানুষের জন্য নিরাপত্তার কাজে তাঁরা সর্বক্ষণ সীমান্তে পাহারা দিচ্ছেন। তাঁর কথায়, বিএসএফ তাঁদের দ্বিতীয় পরিবার, আর এই পরিবারেই তাঁরা উৎসব ও কর্তব্য একসঙ্গে পালন করেন। পেছনে রেখে আসা পরিবার আর দেশের নিরাপত্তার ভার যেন মিশে গেছে দীপাবলির আলোর আনন্দে।

diwali in border