Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/2025/04/25/0kbTZyHKjTNRQ2Xc45f4.jpeg)
নিজস্ব সংবাদদাতা: একদিন আগেই বিহারের মধুবনীতে নরেন্দ্র মোদী বলেছিলেন, কোনওভাবেই জঙ্গিদের রেহাত করা হবে না। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত সরকারের তরফে। তারমধ্যে পাকিস্তান সীমান্তের কাছে মহড়া শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। রাজস্থানের থর মরুভূমির কাছে যুদ্ধ মহড়া শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। এই মহড়ায় ট্যাঙ্কার ব্যবহার করা হয়েছে। সাধারণত শত্রুদের কবজা করতেই ট্যাঙ্কার ব্যবহার করা হয়। এই মহড়ায় অংশ নিয়ে প্যারা এসএফ কমান্ডোর।
/anm-bengali/media/media_files/2025/04/25/aJtDmnYF3WjPISufnOTb.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us