নেপালে জেল ভাঙার পর আতঙ্কে ভারতের সীমান্তবর্তী গ্রামগুলো— পুলিশের ফ্ল্যাগ মার্চ শুরু

নেপালের জেল ভেঙে ভারতে প্রবেশের সময় বিহার পুলিশ ২১ জনকে আটক করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
police


নিজস্ব সংবাদদাতা: ভারত–নেপাল সীমান্তে চরম উত্তেজনা। নেপালে চলমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্যে পরপর জেল ভাঙার ঘটনা ঘটেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নেপালের জেলেশ্বর জেল থেকে পালানোর চেষ্টা করে কয়েকজন কয়েদি ভারতে ঢোকার চেষ্টা করে। এরপরই বিহারের সীতামড়ি সীমান্তে কড়া নজরদারি শুরু হয়। ইতিমধ্যেই অন্তত ২১ জনকে আটক করেছে সীমান্ত নিরাপত্তা বাহিনী (SSB) ও স্থানীয় পুলিশ।

সীতামড়ির পুলিশ সুপার অমিত রঞ্জন জানিয়েছেন, “নেপালের জেলেশ্বর জেল থেকে কয়েদিরা পালিয়ে যাওয়ার খবর পেয়েই সীমান্তে সতর্কতা জারি করা হয়। এখন পর্যন্ত ২১ জনকে আটক করা হয়েছে। সীমান্ত লাগোয়া প্রতিটি থানায় কড়া নজরদারি চলছে। সীতামঢ়ির বাস ও গাড়িগুলোও তল্লাশি করা হচ্ছে।”

nepal protest aaa

শুধু জেলেশ্বরই নয়, নেপালের একাধিক জেলে ভাঙচুর ও অগ্নিকাণ্ড ঘটেছে। প্রতিবাদকারীরা সরকারি ভবন ও জেলখানায় আগুন ধরিয়ে দেওয়ার পর পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। বিভিন্ন জেল থেকে প্রায় ৭,০০০ বন্দি পালিয়েছে বলে নেপালি সংবাদমাধ্যমের খবর। এতে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। ভারতীয় নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই সীমান্তে টহলদারি বাড়িয়েছে।