আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপক অগ্রগতি! তবে নিজের অবস্থানে অটল ভারত

আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির ব্যাপক আগ্রগতি।

author-image
Tamalika Chakraborty
New Update
piyush goyalq2.jpg


নিজস্ব সংবাদদাতা: ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি শেষের পথে, আলোচনায় ইতিবাচক অগ্রগতি। বাণিজ্যমন্ত্রী পিয়ুষ গোয়েল জানিয়েছেন, “আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় যথেষ্ট অগ্রগতি অর্জন করেছি। উভয় পক্ষই সন্তুষ্ট।” প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম অংশ নভেম্বর ২০২৫-এর মধ্যে সম্পন্ন করার লক্ষ্য ধরা হয়েছে।

h

আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। খুব শিগগিরই মার্কিন প্রতিনিধি দল ভারতের সফরে আসার কথা রয়েছে। তবে ভারত সরকার স্পষ্ট জানিয়েছে, চুক্তির আওতায় কৃষি ও দুগ্ধ খামার খোলা হবে না। ভারতের এই অবস্থান পরিবর্তন হবে না।