রাষ্ট্রপতির হাত থেকে ছেলের জন্য মরণোত্তর শৌর্য চক্র পুরস্কার নিয়েছিলেন, সেই মাকে পাকিস্তানে ফেরত পাঠাল ভারত

জঙ্গিদের সঙ্গে লড়াই করতে গিয়ে শহিদ হওয়া পুলিশের মাকে পাকিস্তানে ফেরত পাঠাল ভারত।

author-image
Tamalika Chakraborty
New Update
india pakistan citizen

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীর থেকে ৬০ জন পাক নাগরিককে ভারত সরকার পাঞ্জাবের ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে পাঠিয়েছেন। তারমধ্যে এক জন জম্মু ও কাশ্মীরের এক পুলিশ অফিসারের মা রয়েছেন। ওই পুলিশ অফিসার জঙ্গি হামলায় মারা গিয়েছিলেন। 

indian pakistan citizencc

২০২২ সালের মে মাসে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে  বিশেষ পুলিশ অফিসার মুদাসির আহমেদ শেখ নিহত হয়েছিলেন। মুদাসির জম্মু ও কাশ্মীর পুলিশের গোপন সদস্যদের দলের অংশ ছিলেন। মুদাসির আহমেদ শেখকে মরণোত্তর শৌর্য চক্রে ভূষিত করা হয়।  মুদাসির আহমেদ শেখের মা শামিমা আখতার ও তাঁর স্বামী ২০২৩ সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। মুদাসিরের পরিবারের সদস্যরা বলেন, মুদাসিরের মৃত্যুর পর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লেফটেন্যান্ট গভর্নর দুবার পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন। শামিমা আখতার পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা। তাঁর যখন ২০ বছর বয়স, তখন এখানে এসেছিলেন। গত ৪৫ বছর ধরে তিনি এখানে বাস করছেন। শামিমা আখতারের পরিবারের তরফে  ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়েছে, শামিমা আখতারকে যেন ভারতে থাকার অনুমতি দেওয়া হয়।