/anm-bengali/media/media_files/2025/06/22/content_image_1a0027a9-0fa8-48cc-9afa-ae1258c5ba07-2025-06-22-22-03-01.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ইসরায়েল-ইরান চলমান যুদ্ধের মধ্যে আটকে পড়া ১৪২৮ জন ভারতীয় শিক্ষার্থীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনলো ভারত সরকার। এই উদ্ধার মিশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্ধু। রবিবার ইরানের মাশহাদ শহর থেকে দুটি বিশেষ ফ্লাইটে শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনা হয়। প্রথম ফ্লাইটে ছিলেন ২৮০ জন শিক্ষার্থী, আর দ্বিতীয় ফ্লাইটে ফেরেন ৩১১ জন ভারতীয় নাগরিক। উভয় ফ্লাইটই নিরাপদে নয়াদিল্লিতে অবতরণ করে। এর আগেও বেশ কয়েকজন ভারতীয়দের উদ্ধার করে ইরান থেকে ফিরিয়ে আনা হয়েছে।
ফিরে আসা শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগই ছিলেন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। তাদের পরিবারে এখন স্বস্তির নিঃশ্বাস পড়েছে। জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সরকারের এই উদ্যোগের প্রশংসা করে বলেছে, “যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতিতে যারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল, আজ তারা নিজেদের পরিবারের কোলে ফিরতে পেরে আশ্বস্ত ও কৃতজ্ঞ। বিশেষ করে কাশ্মীরের বহু পরিবার আবার তাদের সন্তানদের আলিঙ্গন করতে পেরেছে — এটি এক আবেগঘন মুহূর্ত।”
ভারত সরকারের দ্রুত পদক্ষেপ এবং কূটনৈতিক দক্ষতায় এই উদ্ধার মিশন সফল হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধকালীন এলাকায় আটকে পড়া ভারতীয়দের দ্রুত উদ্ধার করায় ভারতীয় বিদেশনীতি ও মানবিক দায়িত্ব পালনের দৃষ্টান্তও স্থাপন করল এই অপারেশন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us