জলযুদ্ধ শুরু? কিশেনগঙ্গা ও রাটলে প্রকল্প নিয়ে আদালতের রায় উড়িয়ে দিল ভারত!

সিন্ধু জলচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় প্রত্যাখ্যান করল ভারত।

author-image
Tamalika Chakraborty
New Update
water traty indus

নিজস্ব সংবাদদাতা: ভারতের সঙ্গে সিন্ধু জলচুক্তি নিয়ে ফের উত্তপ্ত অবস্থান নিল পাকিস্তান। সোমবার ইসলামাবাদ সরকার দিল্লিকে আহ্বান জানিয়েছে, যেন ভারতের স্থগিত রাখা সিন্ধু জলচুক্তির স্বাভাবিক কার্যকারিতা দ্রুত পুনরায় শুরু করা হয়। পাকিস্তানের মতে, হেগে  পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশনের সাম্প্রতিক রায় প্রমাণ করেছে যে সিন্ধু জলচুক্তি এখনো “বৈধ ও সক্রিয়”।

প্রসঙ্গত, মে মাস থেকে ভারত এই চুক্তি কার্যত স্থগিত রেখেছে। মূলত কিশেনগঙ্গা এবং রাটলে জলবিদ্যুৎ প্রকল্পের নকশা নিয়ে পাকিস্তান আপত্তি জানালে, তা নিয়ে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় ইসলামাবাদ।

তবে ভারত এই আন্তর্জাতিক সালিশি আদালতের কোনও অধিকার স্বীকার করেনি। নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে, পাকিস্তানের সঙ্গে এই ধরণের "তথাকথিত" বিতর্ক নিষ্পত্তির কাঠামোকে তারা কখনোই স্বীকৃতি দেয়নি।

indus waterindus water

শুক্রবার ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা হেগে আন্তর্জাতিক সালিশি আদালতের রায় সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। মন্ত্রণালয়ের ভাষায়, “এই তথাকথিত অতিরিক্ত রায় (Supplemental Award) ভারতের কাছে গ্রহণযোগ্য নয়।”

এই মামলায় পাকিস্তান কিশেনগঙ্গা ও রাটলে প্রকল্পে বিশেষ কিছু নকশাগত বৈশিষ্ট্য নিয়ে আপত্তি জানিয়েছিল। কিন্তু ভারত মনে করে, চুক্তির আওতায় ওই প্রকল্পগুলি সম্পূর্ণ বৈধ এবং নির্ধারিত নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে।

এই অবস্থানকে ঘিরে দক্ষিণ এশিয়ায় জলবন্টন কূটনীতি নিয়ে ফের উদ্বেগ তৈরি হয়েছে। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে ভারত-পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ইন্দাস জলচুক্তি এতদিন দুই দেশের মধ্যে নদীজল বণ্টনের প্রধান ভিত্তি ছিল। তবে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই ঐতিহাসিক চুক্তির ভবিষ্যৎ নিয়েও উঠেছে প্রশ্ন।