/anm-bengali/media/media_files/GzzVsb88X0JzxObsaDfy.jpg)
নিজস্ব সংবাদদাতা: জম্মু-কাশ্মীরের পাহেলগাঁওয়ে পাক মদত পুষ্ট জঙ্গি হামলায় ২৬ নিরীহ নাগরিক নিহত হয়। প্রত্যাঘাত হিসেবে ভারতীয় সেনার 'অপারেশন সিঁদুর'- শুরু হয়। এবার ভারত আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে সন্ত্রাসের মদতদাতা হিসেবে চিহ্নিত করতে কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের 'জিরো টলারেন্স' নীতির বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে ৭টি সর্বদলীয় প্রতিনিধি দল গঠন করা হয়েছে, যারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশসহ ভারতের গুরুত্বপূর্ণ মিত্র রাষ্ট্রগুলিতে সফরে যাবেন। এই সফর শুরু হতে পারে ২২ মে থেকে। কেন্দ্রীয় সরকার শনিবার একটি বিবৃতিতে জানিয়েছে, "অপারেশন সিঁদুর এবং সীমান্তপারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান সর্বদলীয় প্রতিনিধিরা বিশ্বজুড়ে তুলে ধরবেন। সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর, একতাবদ্ধ ও আপোষহীন ভারতের অবস্থান বিশ্বের কাছে স্পষ্ট করবেন।"
/anm-bengali/media/media_files/2025/02/01/DyYuf7ljUlauJNoXBmLA.jpg)
এই প্রতিনিধি দলে সরকার ও বিরোধী পক্ষ উভয়ের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রের মতে, অংশগ্রহণকারী নেতারা রাজনৈতিকভাবে বিচক্ষণ ও আন্তর্জাতিক মঞ্চে স্পষ্ট বক্তব্য রাখার ক্ষমতা রাখেন।
প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন শশী থারুর (কংগ্রেস), রবি শঙ্কর প্রসাদ (বিজেপি), সঞ্জয় কুমার ঝা (জেডিইউ), বৈজয়ন্ত পাণ্ডা (বিজেপি), কণিমোঝি করুণানিধি (ডিএমকে), সুপ্রিয়া সুলে (এনসিপি), শ্রীকান্ত একনাথ শিন্ডে (শিবসেনা)।
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এই প্রসঙ্গে বলেন,“গুরুত্বপূর্ণ সময়ে ভারত এক থাকে। সাতটি সর্বদলীয় প্রতিনিধি দল একত্রে দেশের বার্তা পৌঁছে দেবে। সন্ত্রাসের বিরুদ্ধে আপোষহীন লড়াই। এটা রাজনীতির ঊর্ধ্বে জাতীয় ঐক্যের প্রতিফলন।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us