'নিজেদের মানুষকে বোমা মারছে পাকিস্তান', সরাসরি আক্রমণ ভারতের প্রতিনিধির

জাতিসংঘে নিজের দেশের নাগরিকদের ওপর বোমা মারার ঘটনায় পাকিস্তানকে কটাক্ষ ভারতের।

author-image
Tamalika Chakraborty
New Update
india un a

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভারত পাকিস্তানের দিকে তীব্র নিন্দা জানায়। ভারতের প্রতিনিধি ক্ষিতিশ ত্যাগি পাকিস্তানকে সরাসরি আক্রমণ করে বলেন, তারা এই ফোরামকে ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনার জন্য, অথচ নিজের দেশের মানুষকে তারা বোমা মারছে।

২০১২ ব্যাচের ভারতীয় বিদেশসেবা কর্মকর্তা ক্ষিতিশ ত্যাগি জানান, পাকিস্তানের এই হস্তক্ষেপ “ভিত্তিহীন এবং উদ্দীপক”। তিনি বলেন, “যে দল এই ফোরামের মূল উদ্দেশ্যের পরিপন্থী, তারা ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। তারা আমাদের ভূখণ্ডের জন্য হাহাকার করার পরিবর্তে নিজের দখলকৃত ভারতীয় ভূখণ্ড খালি করে দেওয়াই ভালো হবে। এছাড়া নিজেদের অর্থনীতি, সামরিক আধিপত্যে দমন করা রাজনীতি এবং নিপীড়নে দাগযুক্ত মানবাধিকার রেকর্ডের দিকে মনোযোগ দেওয়াই উচিত। সম্ভবত যখন তারা সন্ত্রাস বাণিজ্য, জাতিসংঘ দ্বারা নিষিদ্ধ সন্ত্রাসীদের আশ্রয় এবং নিজের দেশের মানুষকে বোমা মারার কাজ থেকে বিরত থাকবে, তখন এ বিষয়গুলোতে সময় খুঁজে পাবে।”

pakistan army

ভারত এই আলোচনায় স্পষ্ট বার্তা দিয়েছে যে, পাকিস্তানকে নিজের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে মনোযোগ দিতে হবে এবং অন্য দেশের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা বন্ধ করতে হবে।