/anm-bengali/media/media_files/2025/03/15/hNmm5t7bkLskYe28xqox.jpg)
নিজস্ব সংবাদদাতা: ডোনাল্ড ট্রাম্প ফের ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্কে ঠান্ডা হাওয়া বইয়ে দিলেন। হোয়াইট হাউস থেকে ঘোষণা করা হয়েছে, ভারতের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক বসাবে আমেরিকা। তার ঠিক পরেই কূটনৈতিক সূত্রে খবর, এর জবাবে ভারত আপাতত কোনও প্রতিশোধমূলক পদক্ষেপ না করলেও, যুক্তরাষ্ট্র থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
একটি রিপোর্ট অনুসারে, মোদী সরকার আমেরিকাকে জানিয়ে দিয়েছে, তাদের F-35 স্টেলথ ফাইটার জেট কেনার কোনো আগ্রহ নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেব্রুয়ারির মার্কিন সফরের সময় এই যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ২৫% শুল্ক চাপানোর হুঁশিয়ারির পর সেই প্রস্তাবে জল ঢেলে দিল ভারত।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/01/india-america-relation-2025-08-01-11-39-37.jpg)
ভারত সরকারের ঘনিষ্ঠ সূত্রের দাবি, মোদী সরকার এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন এক প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহী, যেখানে যৌথভাবে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশেই অস্ত্র উৎপাদন করা যাবে। অর্থাৎ, ‘মেড ইন ইন্ডিয়া’ হবে এবার যুদ্ধাস্ত্রও।
সূত্রের মতে, ভারত মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না। তাই আপাতত শুল্ক হুমকির জবাবে কোনো তাৎক্ষণিক প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বরং আমেরিকা থেকে আরও কিছু পণ্য আমদানি করে ট্রাম্প প্রশাসনের ক্ষোভ প্রশমনের চেষ্টা করতে পারে ভারত।
কূটনৈতিক মহলের মতে, এই ঘটনায় শুধু বাণিজ্য নয়, প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্কেও প্রভাব পড়তে পারে ভারত-আমেরিকার। আর এর ফলশ্রুতিতে চীন ও রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ হয়, সেটাও এখন নজরে থাকবে আন্তর্জাতিক মহলের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us