/anm-bengali/media/media_files/2025/05/11/1000203341-213518.jpg)
নিজস্ব সংবাদদাতা: গত পাঁচ দিন ধরে সীমান্ত উত্তেজনার মধ্যেই অবশেষে শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম এই যুদ্ধবিরতির ঘোষণা করেন। তবে ভারতের ডিজিএমও (Director General of Military Operations) রাজীব ঘাই জানিয়েছেন, সংঘর্ষবিরতির জন্য প্রথমে ফোন এসেছিল পাকিস্তানের পক্ষ থেকেই।
তিনি বলেন, “পাকিস্তানের ডিজিএমও ফোন করে যুদ্ধবিরতির অনুরোধ করেন। কিন্তু তার মাত্র দুই ঘণ্টা পর, শনিবার সন্ধ্যা সাতটা থেকেই পাকিস্তান ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ শুরু করে।”
রবিবার সকালেও দুই দেশের ডিজিএমও-র মধ্যে ফের কথোপকথন হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ ফের যদি পাকিস্তান সংঘর্ষবিরতি ভাঙে, তবে ভারত তার কড়া জবাব দেবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারত অটল।”
/anm-bengali/media/media_files/2025/05/11/oyQmhMoRQELfy9OK56Pk.jpg)
প্রতিরক্ষা সূত্রের খবর, ইতিমধ্যে ভারত পাক অধিকৃত কাশ্মীর (POK)-এ পাঁচটি এবং পাকিস্তানের অভ্যন্তরে চারটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। ধর্মীয় স্থানে হামলা চালিয়েছে পাকিস্তান, যার পাল্টা জবাবে ভারতীয় সেনা অভিযানে পাকিস্তানের অন্তত ৩৫-৪০ সেনার মৃত্যু হয়েছে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে।
‘অপারেশন সিঁদুর’ শুরু হয়েছিল গত মঙ্গলবার গভীর রাতে। এর পর থেকেই পাক সেনা ভারতের ভূখণ্ডে ড্রোন হামলা ও গোলাবর্ষণ চালাতে শুরু করে। ভারতীয় বাহিনী বেশিরভাগ হামলাই সফলভাবে প্রতিহত করেছে।
শনিবার যুদ্ধবিরতির ঘোষণার পর সীমান্তবর্তী অঞ্চলে কিছুটা স্বস্তি ফিরেছিল। আতঙ্কিত গ্রামবাসীদের আশা ছিল, পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু সেই আশা ম্লান হয় মাত্র দেড় ঘণ্টার মধ্যেই, যখন ফের গুলি ছোড়ে পাকিস্তান। এর উপযুক্ত জবাব দেয় ভারতও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us