/anm-bengali/media/media_files/2025/11/05/china-2025-11-05-08-13-19.png)
নিজস্ব সংবাদদাতা: ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, সাম্প্রতিক ঘটনা কোনওভাবেই ন্যায্য নয় এবং আন্তর্জাতিক ভ্রমণের যেসব নিয়ম প্রচলিত, তা সরাসরি লঙ্ঘন করা হয়েছে। গত সপ্তাহে অরুণাচল প্রদেশকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রন্ধীর জায়সওয়াল ভারতের অবস্থান আরও দৃঢ়ভাবে তুলে ধরেছেন।
তিনি বলেন, অরুণাচল প্রদেশ ভারতের ‘‘অবিচ্ছেদ্য ও অবিনাশযোগ্য’’ অংশ। চীন যতই অস্বীকার করুক, এই বাস্তবতা বদলানো যাবে না। ভারতের তরফে বেজিং-এ এবং দিল্লিতে চীনা দূতাবাসের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। আটকানোর ঘটনাকে তিনি ‘‘ইচ্ছাকৃত, অযৌক্তিক’’ এবং দুই দেশের সম্পর্ক স্থিতিশীল করার প্রচেষ্টার পক্ষে ‘‘অত্যন্ত ক্ষতিকর’’ বলে মন্তব্য করেন।
জায়সওয়ালের কথায়, এমন ঘটনা দুই দেশের মধ্যে তৈরি হওয়া আস্থা ও বোঝাপড়াকে নষ্ট করে দেয়। তিনি আরও জানান, যাকে আটকানো হয়েছে, তাঁর বৈধ ভারতীয় পাসপোর্ট ছিল এবং তিনি জাপানে যাওয়ার পথে ছিলেন। তাই এই আচরণ আন্তর্জাতিক নিয়ম ও সম্পর্ক—দু’য়েরই পরিপন্থী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us