/anm-bengali/media/media_files/2025/08/02/doklam-2025-08-02-11-26-13.jpg)
নিজস্ব সংবাদদাতা: ডোকলাম সংলগ্ন ভুটানে একটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ করেছে ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)। প্রায় ২৫৪ কোটি টাকা ব্যয়ে তৈরি এই রাস্তা উদ্বোধন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী তোবগে শেরিং। এই রাস্তার মাধ্যমে ভুটানের হা উপত্যকার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন হয়েছে, যা ডোকলাম থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/02/doklam-map-2025-08-02-11-26-41.jpg)
২০১৭ সালে এই ডোকলাম এলাকাতেই মুখোমুখি হয়েছিল ভারত ও চীন। এখন সেখানে নতুন সড়ক নির্মাণ নিয়ে নতুন করে কূটনৈতিক উত্তেজনার সম্ভাবনা দেখা দিয়েছে। ভুটানের স্থানীয় জনগণ যেমন এই রাস্তার সুফল পাবেন, তেমনই প্রয়োজনে ভুটান সেনাবাহিনী দ্রুত সীমান্তে পৌঁছাতে পারবে এই রাস্তায়। শুধু ভুটান নয়, ভবিষ্যতে ভারতের নিরাপত্তার প্রয়োজনে এই সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এই রাস্তাটি সরাসরি তিব্বতের চুম্বি উপত্যকার দিকে চলে গেছে, যেখানে বর্তমানে চীনের সেনা মোতায়েন রয়েছে। চুম্বি ভ্যালির কাছাকাছি এলাকায় পৌঁছাতে এই সড়ক বিশেষভাবে কার্যকরী হতে পারে ভুটান ও ভারতের যৌথ কৌশলগত প্রয়োজনে। এর ফলে সীমান্তে সরবরাহ পৌঁছানো আরও দ্রুত ও সুশৃঙ্খল হবে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ শুধু ভুটানের অভ্যন্তরীণ উন্নয়ন নয়, বরং ভারত-চীন সীমান্তে ভবিষ্যতের ভূরাজনৈতিক ভারসাম্যেও বড় প্রভাব ফেলতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us