New Update
/anm-bengali/media/media_files/2025/04/23/Id2Mcz7nko0mqEslrWjK.jpg)
নিজস্ব সংবাদদাতা: এক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সিন্ধু জলচুক্তির প্রসঙ্গ তোলার পরদিনই ভারত কড়া ভাষায় তার জবাব দিল। দিল্লি জানিয়ে দেয়, এই চুক্তি নিয়ে পাকিস্তানের অযথা মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়। বরং সন্ত্রাসের মাধ্যমে পাকিস্তানই এই চুক্তি লঙ্ঘন করেছে।
/anm-bengali/media/media_files/XHJBN4omPHrdoKdtg3jC.jpg)
ভারতের দাবি, ১৯৬০ সালের এই ঐতিহাসিক জলচুক্তি মেনে চলা তখনই সম্ভব, যখন দুই দেশ বিশ্বাসের পরিবেশে কাজ করবে। কিন্তু পাকিস্তানের মাটি থেকেই যেভাবে সন্ত্রাস ছড়ানো হয়, তা চুক্তির বাস্তবায়নে বড় বাধা। কাজেই, ভারতকে দোষ না দিয়ে বরং পাকিস্তানের উচিত নিজের ঘরের সন্ত্রাস বন্ধ করা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us