মমতার প্রস্তাবে সায়! ইন্ডিয়া জোটের মুখ মল্লিকার্জুন খাড়গে

ইন্ডিয়া জোটের পঞ্চম বৈঠক ভার্চুয়ালি হয়। সেখানে ইন্ডিয়া জোটের প্রধান হলেন মল্লিকার্জুন খাড়গে। নীতীশ কুমার শনিবারের বৈঠকে এই প্রস্তাব দেন। ইন্ডিয়া জোটের সদস্যরা সেই প্রস্তাবে সম্মতি জানান।

author-image
Tamalika Chakraborty
New Update
hkj.k

নিজস্ব সংবাদাতা: ইন্ডিয়া জোটের জটিলতার মধ্যেই গুরুত্ব বাড়ল কংগ্রেসের। জানা গিয়েছে, ইন্ডিয়া জোটের প্রধান হলেন মল্লিকার্জুন খাড়গে। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিলেন, বিরোধীদের মুখ হয়ে উঠতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কিন্তু সেই জল্পনা আপাতত অস্তগামী। তবে ইন্ডিয়া জোটের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি। 

লোকসভা নির্বাচনের আগে হাত মাত্র কয়েকটা মাস। জোট তৈরি হলেও আসন ভাগাভাগি নিয়ে জট এখনও রয়েছে। ইন্ডিয়া জোটের সদস্যরা শনিবার ভার্চুয়াল মিটিং করেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ইন্ডিয়া জটের ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের কোনও নেতাকে দেখতে পাওয়া যায়নি। এই বৈঠকে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও উপস্থিত ছিলেন না বলেই জানা গিয়েছে। নীতীশ কুমারকে নিয়ে জল্পনা থাকলেও তিনি ইন্ডিয়া জোটের মুখ হিসেবে কংগ্রেসের থেকে কাউকে করার প্রস্তাব দেন। এর আগে ইন্ডিয়া জটের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী প্রধানমন্ত্রীর মুখ হিসেবে মল্লিকার্জুন খাড়গের নামের প্রস্তাব দেন।

ইন্ডিয়া জটের বিরোধীদের মুখ ঠিক হয়ে গেলেও  আসন ভাগাভাগি নিয়ে কোনও রফা হয়নি। পঞ্চম বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে উপস্থিত ছিলেন না। সেই কারণেই বাংলার আসন সমঝোতা নিয়ে কোনও আলোচনা করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। অন্যদিকে, মহারাষ্ট্রের শিবসেনা ইউবিটি প্রধান উদ্ধব ঠাকরে উপস্থিত ছিলেন না। সেই কারণে মহারাষ্ট্রের আসন সমঝোতা নিয়ে কোনও আলোচনা হয়নি। অন্যদিকে, তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, ইন্ডিয়া জোটের পঞ্চম বৈঠকের কথা অনেক দেরিতে জেনেছেন। সেই কারণে  তৃণমূলের কোনও প্রতিনিধি উপস্থিত থাকতে পারেননি।

ইন্ডিয়া জোটের পঞ্চম বৈঠকটি ভার্চুয়ালি হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির শরদ পওয়ার, DMK-র এমকে স্ট্যালিন, CPM-এর সীতারাম ইয়েচুরি।  বৈঠকে উপস্থিত সকলেই বিরোধী মুখ হিসেবে মল্লিকার্জুন খাড়গের নামে সম্মতি জানান।

দিল্লিতে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক হয়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ হিসেবে মল্লিকার্জুন খাড়গের নামের প্রস্তাব দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রস্তাবকে সায় দিয়েছিলেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। যদিও মল্লিকার্জুন খাড়গে নিজেই সেই প্রস্তাব খারিজ করে দেন। তিনি বলে দিয়েছিলেন, কোনও পদ তিনি চাননা। আগে ইন্ডিয়া জোট জিতুক। তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।