একের পর এক পড়ুয়া ঢলে পড়ছে মৃত্যুর কোলে, রাজ্য জুড়ে হাহাকার... কী হল গুজরাটে

গত ছয় মাসে গুজরাটে শুধু হৃদরোগে আক্রান্ত হয়ে ১০৫২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৮০ শতাংশের বয়স ১১ থেকে ২৫ বছরের মধ্যে। এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
gujarat education minister.jpg

নিজস্ব সংবাদদাতা: শনিবার গুজরাটের শিক্ষামন্ত্রী কুবের দিন্দর চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। শনিবার সাংবাদিকবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গত ছয় মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে গুজরাটে ১০৫২  জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৮০ শতাংশের বয়স  ১১থেকে ২৫বছরের মধ্যে। মৃত ছাত্র ও যুবকদের মধ্যে কারও ওবিসিটি বা স্থূলতা ছিল না। ১০৮ নম্বরে  (অ্যাম্বুল্যান্সের জরুরি পরিষেবা) প্রতিদিন ১৭৩টিরও বেশি কার্ডিয়াক জরুরি ফোন আসছে, যার মধ্যে যুবকরা সবচেয়ে বেশি শিকার। যদিও নেটিজেনরা অভিযোগ করছেন, কোভিড ভ্যাকসিনের জন্য তরুণদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে।