মন খারাপের দশমী, কৃত্রিম পুকুরে দেবী দুর্গার বিসর্জন

এক অভিনব ঘটনার সাক্ষী থাকলেন সকলে।

author-image
SWETA MITRA
New Update
dashami.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ মহা দশমী, অর্থাৎ মন খারাপের দশমী। আজই সেই দিন যেদিন উমাকে বিদায় জানানো হচ্ছে। দিকে দিকে চলছে উমাকে বিসর্জন দেওয়ার প্রস্তুতি। সেই প্রস্তুতি তুঙ্গে রয়েছে দেশের রাজধানী দিল্লিতেও। তবে এবার কিছুটা অভিনব দৃশ্য চোখে পড়ল দিল্লিতে। আজ মঙ্গলবারঅষ্টকুঞ্জপার্কেরকাছেদিল্লিসরকারেরসেচবন্যানিয়ন্ত্রণবিভাগকর্তৃকনির্মিতএকটিকৃত্রিমপুকুরেদেবীদুর্গার (Durga idols) প্রতিমাবিসর্জনকরাহচ্ছে। দেখুন ভিডিও...