নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৭ জন নিহত হয়েছেন। এই প্রসঙ্গে লখনউ ইদগাহ ইমাম মাওলানা খালিদ রশিদ ফারাঙ্গি মাহলি বলেছেন, " আজ শুক্রবার জুম্মা উপলক্ষে, আমরা সমস্ত মসজিদ এবং ইমামদের কাছে আমাদের দেশ এবং সমগ্র বিশ্ব থেকে সন্ত্রাসবাদ নির্মূলের জন্য এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য একটি বিশেষ প্রার্থনার আয়োজনের আবেদন করেছি।"
/anm-bengali/media/media_files/2025/04/22/rrVq9RdzKu7gpi6ihOM3.JPG)