পরীক্ষায় আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু! আতঙ্ক ছড়াল হোস্টেলে

পরীক্ষার দিন সকালে ঘুম থেকেই উঠল না। হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ুয়ার মৃত্যু।

author-image
Tamalika Chakraborty
New Update
dead body 3.jpg

নিজস্ব সংবাদদাতা: বুধবার ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (IIT-BHU) প্রথম বর্ষের M.Tech (Mechanical) ছাত্র অনুপ সিংহকে (৩১) রহস্যজনকভাবে মৃত পাওয়া গেছে। রিপোর্ট অনুযায়ী, বুধবার সকালে পরীক্ষার কয়েক ঘন্টা আগে PC রে হোস্টেলের তার ঘরে বন্ধুরা তাকে অচেতন অবস্থায় দেখতে পান।

হোস্টেল বন্ধুরা CPR (Cardiopulmonary Resuscitation) প্রয়োগ করেন এবং দ্রুত বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুল্যান্সে SSL হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যু হয়েছে কার্ডিয়াক অ্যারেস্টে।

IIT-BHU-এর প্রধান প্রোক্টর ড. সঞ্জয় সিংহ জানান, হোস্টেলের বাসিন্দারা জানালে দ্রুত অ্যাম্বুল্যান্স পাঠানো হয়। তবে বিস্তারিত post-mortem রিপোর্ট এখনও আসেনি, যা মৃত্যুর আসল কারণ নিশ্চিত করবে।

dead

অনুপ উত্তরপ্রদেশের আজমগড় জেলার বাসিন্দা। তিনি দুটি মাস আগে IIT-BHU-তে ভর্তি হন। বুধবার সকাল ৮টায় পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার সময়ও তিনি না জেগে ওঠায় হোস্টেলে আতঙ্ক ছড়ায়।

বন্ধুরা বলছেন, পরীক্ষার আগে তার অচেতন হওয়া পুরো হোস্টেলকে শোক ও আতঙ্কে মুগ্ধ করে।