New Update
/anm-bengali/media/media_files/amQxKfyY9uksjqnypPf2.jpg)
নিজস্ব সংবাদদাতা: পরীক্ষা শেষ। ইয়ার এন্ডিংয়ের কাজের চাপও প্রায় শেষ। এই পরিস্থিতিতে অনেকেই টুক করে ঘুরে আসতে চাইছেন পুরী। এপ্রিলে পুরী ঘুরতে যাওয়ার আগে সাবধান। ওড়িশায় চার দফায় লোকসভার ভোটগ্রহণ হবে। ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন। এর মধ্যে পুরীতে ২৫ মে ভোট পড়েছে। নির্বাচনী প্রচারের জেরে বিঘ্নিত হতে পারে আপনাদের পুরী ঘোরা। শুধু তাই নয়, ওড়িশায় রয়েছে বিধানসভা নির্বাচন। তার জেরেও বিপাকে পড়তে পারেন আপনার ভ্রমণ।
/anm-bengali/media/media_files/k6lKuTjrtpScrF9c0DNe.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us