New Update
/anm-bengali/media/media_files/R5k02zS9XLkwqOAUH5Wk.png)
নিজস্ব সংবাদদাতা: ২৬ এপ্রিল দেশে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ভোট। শুক্রবার সকালে দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণের মাধ্যমে ভাইরাল হয়ে হয়েছে একটি খবর। সেখানে জানানো হয়েছে, ভোট না দিলে ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ৩৫০ টাকা কেটে নেওয়া হবে। যদি ব্যাঙ্কের অ্যাকাউন্টে সেই টাকা না থাকে, সেক্ষেত্রে মোবাইল রিচার্জের সময় সেই টাকা কেটে নেওয়া হবে। পাশাপাশি সংবাদপত্রের একটি কাটিংও ভাইরাল হয়েছে। পিআইবি সাফ সাফ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় যা দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো। নির্বাচন কমিশন এই ধরনের কোনও নির্দেশিকা জারি করেনি।
/anm-bengali/media/media_files/YquD7oalOi9YKK8S7IWp.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us