‘আই লাভ মুহাম্মদ’ পোস্টার হাতে মিছিলের ডাক, মাঝপথে ভাঙচুর-পাথরবাজিতে উত্তাল বরেলি

‘আই লাভ মুহাম্মদ’পোস্টার উত্তরপ্রদেশে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
uttar pradesh


নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের বরেলি শহরে শুক্রবার নামাজের পর হঠাৎ হিংসা ছড়াল। মূলত ‘আই লাভ মুহাম্মদ’ আন্দোলনের সমর্থনে মিছিল করার পরিকল্পনা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই মিছিল বাতিল হয়ে যায়। এরপরই শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

পুলিশ জানিয়েছে, নামাজের পর ইত্তেহাদ-এ-মিল্লত কাউন্সিলের প্রধান মৌলানা তৌকির রাজা খানের বাড়ির সামনে এবং কোটওয়ালি মসজিদের বাইরে বিশাল ভিড় জমে যায়। তাঁদের হাতে ছিল ‘আই লাভ মুহাম্মদ’ লেখা পোস্টার। পুলিশ ভিড় সরাতে গেলে শুরু হয় পাথর ছোড়া। শেষমেশ পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই দু’ডজনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে, একাধিক এফআইআর দায়ের হয়েছে।

yogi tkl1.jpg

হিংসা ছড়িয়েছে ইসলামিয়া ময়দানের পাশে একটি মসজিদের বাইরে এবং দরগাহ-এ-আলা হাজরতের সংলগ্ন এলাকাতেও। বিক্ষোভকারীরা ইসলামিয়া ইন্টার কলেজ মাঠের দিকে মিছিল করার চেষ্টা করলে মাঝপথেই পুলিশ আটকায়। তখনই শুরু হয় পাথরবাজি, পাশাপাশি ভাঙচুর হয় দোকান ও গাড়িতে। ভাঙা কাঁচ, ছড়ানো পাথর ও জুতোর স্তূপে ভরে যায় রাস্তাঘাট। আতঙ্কে আলমগিরিগঞ্জ, সিভিল লাইনস, বড় বাজার, বান্সমান্ডি এলাকায় তড়িঘড়ি দোকানপাট বন্ধ হয়ে যায়।

জেলার জেলা ম্যাজিস্ট্রেট অভিনাশ সিং জানিয়েছেন, গোটা জেলায় বিএনএসএস-এর ১৬৩ ধারা জারি আছে, তাই অনুমতি ছাড়া কোনও মিছিল বা জমায়েত করা যাবে না। তবুও শুক্রবার কিছু মানুষ শান্তিভঙ্গের চেষ্টা করেছে। তিনি দাবি করেছেন, “পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে, এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে।”

ডিআইজি অজয় কুমার সাহনি আরও স্পষ্ট করে বলেছেন, এই সংঘর্ষ আসলে পরিকল্পিত ছিল এবং দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।