বিপিনের আফসোসহীন মুখ, নিক্কির একরত্তি ছেলের বয়ান–পুলিশের হাতে চাঞ্চল্যকর ঘটনা

পণের জন্য স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী।

author-image
Tamalika Chakraborty
New Update
dead


নিজস্ব সংবাদদাতা: গ্রেটার নয়ডায় পণের জন্য স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে পুলিশি তদন্ত শুরু হয়েছে। মৃতা নিক্কির স্বামী বিপিনকে ধরা পড়েছে, কিন্তু তার কোনো আফশোস দেখা যায়নি। পুলিশের পিস্তল ছিনিয়ে হেফাজত থেকে পালানোর চেষ্টা করার সময় তাকে গুলি করে আটক করা হয়। বর্তমানে সে হাসপাতালে ভর্তি। এ ঘটনায় মৃতার শাশুড়ি দয়াবতীকেও গ্রেফতার করেছে পুলিশ।

এক সাক্ষাৎকারে বিপিন জানিয়েছে, “আমার কোনো আফশোস নেই। আমি ওকে মেরে নেই। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া স্বাভাবিক।” তবে বিপিনের একরত্তি ছেলে জানিয়েছে, বিপিনই লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয় তার মায়ের ওপর।

arrested a

গত বৃহস্পতিবার নিক্কি নামের তরুণী গ্রেটার নয়ডায় আগুনে দগ্ধ হয়ে মারা যান। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে বিপিন এবং পরিবারের লোকজন নিক্কিকে বেধড়ক মারধর করছেন। পরে তার গায়ে আগুন ধরে যায়। জ্বলন্ত অবস্থায় নিক্কি নিচে নামার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নিক্কির দিদি কাঞ্চন জানিয়েছেন, তাদের দুই বোন একই বাড়িতে বিয়ে হয়, কিন্তু পণের জন্য তারা অব্যাহতভাবে অত্যাচারের শিকার হন। ৩৬ লক্ষ টাকা দাবি করা হয়েছিল। ঘটনার দিন নিক্কিকেও মারধর করা হয়। কাঞ্চন বলেন, আগুন নেভানোর চেষ্টা করেছিলেন, কিন্তু মাঝপথে অজ্ঞান হয়ে যান। নিক্কির বাবা বি সিংহও অভিযোগ করেছেন, পুরো পরিবারে দোষী, এবং তাদের শাস্তি হওয়া উচিত।