উত্তর-পূর্বে ২৫টি আসনের মধ্যে কটি আসনে জিতবে বিজেপি! হয়ে গেল ঘোষণা

কেন্দ্রীয় মন্ত্রী রিজজু বলেল, "আমরা লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুত। গত ১০ বছরে প্রধানমন্ত্রী মোদীর কাজ নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি। উত্তর-পূর্বে ২৫টি আসনের মধ্য বিজেপি-এনডিএ সর্বাধিক সংখ্যক আসন জিতবে।"

author-image
Tamalika Chakraborty
New Update
kiran rijju ediited.jpg

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, "আমরা লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুত। গত ১০ বছরে প্রধানমন্ত্রী মোদীর কাজ নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি। আমরা আবার ক্ষমতায় আসার ১০০ দিনের জন্য ইতিমধ্যেই ব্লু প্রিন্ট তৈরি করেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে নির্বাচনের পর এবং আগামী ২৫ বছরের মধ্যে 'বিকশিত ভারত' এবং 'আত্মনির্ভর ভারত' করার জন্য সেই ব্লু প্রিন্ট বাস্তবায়িত হবে, অর্থাৎ 'অমৃত কাল'-এ। উত্তর-পূর্বে ২৫টি আসনের মধ্যে বিজেপি-এনডিএ সর্বাধিক সংখ্যক আসন জিতবে।"

narendra modi aw3.jpg

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg